আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তির নাম আবু বক্কর (২৮)। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী বলে জানিয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আবু বক্কর নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল গ্রামের আলী বকসের ছেলে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন জানান, সকালে বালারহাট সীমান্তের কৃষ্ণনন্দ বকসী এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১-এর কাছ দিয়ে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে যান। এ সময় ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবু বক্কর গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী বিজিবির সহায়তায় তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য পাঠায়।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।