ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চাঁনতারা নামে ৮ বছরের এক শিশুকে উঠিয়ে নেওয়ার সময় মানবপাচারকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস ফাতেমা ওরফে রুমা (২৫) নামে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তারের পাশাপাশি ভিকটিম শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. এজাজ শফী জানান, আজ সকালে বিমানবন্দর এলাকার বলাকা ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে চাঁনতারা নামে এক শিশুকে পাচারের লক্ষ্যে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওই নারী। এসময় শিশুটি চিৎকার দিলে বিমানবন্দর থানার এসআই ফরহাদ পাচারকারী চক্রের সদস্য রুমাকে গ্রেপ্তার করেন। উদ্ধার করা হয় চাঁনতারাকেও।
আটক রুমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তিতে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলেও এজাজ শফী জানান।