হিজাব পরায় মার্কিন সিনেটরকে লাঞ্চিত করলো ক্যাবওয়ালা

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রথম সোমালি রাজনীতিবিদ ইলহান ওমরকে এক ট্যাক্সিচালক লাঞ্চিত করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। ইলহান যুক্তরাজ্যের মিনেসোটা হাউজের নবনির্বাচিত প্রতিনিধি। ইলহান তার হোটেল থেকে হোয়াইট হাউজে যাওয়ার পথে ট্যাক্সি চালকের দ্বারা লাঞ্চিত হয়েছেন বলে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান।
34
ইলহান তার ফেসবুকে জানিয়েছেন, হোটেল থেকে তিনি হোয়াইট যাচ্ছিলেন। সেই সময় ট্যাক্সি চালক তার সঙ্গে অশালীন আচরণ করেন। তাকে আইএস বলেও কটুক্তি করে ওই ট্যাক্সি চালক এবং তার হিজাব খুলে ফেলার হুমকি দেয়। এমনকি ভবিষ্যতেও তাকে হিজাব পড়তে নিষেধও করেছে।

ইলহান ওই ঘটনায় ভীষণ মর্মাহত হয়েছেন বলে ফেসবুক পোষ্টে লিখেছেন। তিনি যখন ছোট ছিলেন তখন সোমালি গৃহযুদ্ধ দেখছেন। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার আগে তিনি ছোটবেলায় কেনিয়ায় শরণার্থী শিবিরেও আশ্রয় নিয়েছিলেন।

তার সঙ্গে ট্যাক্সিতে ঘটে যাওয়া ওই দূর্ঘটনা তাকে আবারো তার ছোটবেলার সেই যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়েছে বলে তিনি লিখেছেন। তিনি প্রার্থনা করেছেন মানুষেরে হৃদয় থেকে বর্ণবাদী সকল ঘৃণা যেন মুছে যায়।

ইন্ডিপেনডেন্ট

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।