ক্রাইমবার্তা রিপোট:অসুস্থ পিতাকে চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে পাচারের সময় কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার শহরে ফুয়াদ আল খতিব হাসপাতাল সড়ক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারীর নাম তাসলিমা আক্তার (২৯)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোক্তার মিয়ার মেয়ে।
কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া বলেন, উখিয়া থেকে রোগী বহনকারি একটি গাড়িতে করে ইয়াবার চালান পাচারের খবরে পুলিশ আজ বিকালে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে অভিযান চালায়। এ সময় রোগীর গাড়ির সাথে আসা এক নারী পুলিশ দেখে হাসপাতালের ভেতর দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাসলিমা আক্তারকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, একই গাড়িতে সঙ্গে থাকা অসুস্থ রোগী আটক নারী তাসলিমার পিতা। অসুস্থ পিতাকে চিকিৎসা করাতে আসার সুযোগকে কাজে লাগিয়ে আটক নারী ইয়াবা পাচারের চালান নিয়ে এসেছিল। আটক নারীর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।