ক্রাইমবার্তা রিপোট:বিএনপির স্থায়ী কমিটির সদস্য দলের কর্মীদের উদ্দেশে বলেছেন, আন্দোলন এগিয়ে নিতে দৌড়াতে না পারলে হাঁটতে হবে, তা না পারলে গড়িয়ে হলেও সামনে যেতে হবে।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনায় বিএনপি নেতা এ আহ্বান জানান। ক্ষমতাসীনদের পেশিশক্তি আর নিপীড়ন উপেক্ষা করে কৌশলগত নীতি অবলম্বনের মধ্য দিয়ে আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, এ সরকারের আমলে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, জনগণের ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জনগণের প্রতিনিধি। গণতন্ত্র রক্ষায় কৌশলগত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে আন্দোলনের জন্য যখন নানান বাধ্যবাধকতায় সরকারি বেআইনি অস্ত্রের প্রয়োগের ফলে… কোনো কারণে যদি দৌড়ানো না যায়, তাহলে আমাদের হাঁটতে হবে। হাঁটতে না পারলে গড়ায়ে হলেও যেতে হবে। কিন্তু যেতে সম্মুখপানে, অগ্রসর হতে হবে সামনের দিকে।’