নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আকওয়া ইবম রাজ্যের গভর্নর উদম এমানুয়েলসহ কয়েকশ মানুষ ঘটনার সময় উপস্থিত ছিলেন। তবে গভর্নর অক্ষত আছেন বলে জানা গেছে।

আজ রোববার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, গির্জাটির নির্মাণকাজ চলছিল এবং অভিষেক অনুষ্ঠানের জন্য তারা দ্রুতগতিতে কাজ করে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ধাতব গার্ডার ও লোহার পাত ধসে পড়েছে।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ধ্বংসস্তূপ সরানোর সময় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে নাইজেরিয়ার একটি টেলিভিশনে বলা হয়, ‘গির্জার স্বাভাবিক কাজকর্ম চলছিল। গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ প্রার্থনারত লোকজনের ওপর গির্জার ছাদটি ধসে পড়ে। দ্রুত গভর্নরকে উদ্ধার করা হয়। তবে অন্যদের ভাগ্য খারাপ ছিল।’

গভর্নর এমানুয়েলের মুখপাত্র একেরেত উদহ বলেন, রাজ্য সরকার এ ঘটনার তদন্ত করবে।

বিবিসি বলছে, মানহীন উপকরণ ব্যবহার এবং ভবন নির্মাণনীতি না মানার কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে।

২০১৪ সালে লাগোস শহরে গির্জার একটি হোস্টেল ধসে বহু মানুষ মারা যায়।

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।