প্রেস ক্লাব বেনাপোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে রাইটস যশোর

ক্রাইমবার্তা  রিপোট:বেনাপোল প্রতিনিধি    21সাংবাদিকদের সাথে শিশু পাচার রোধে সচেতনতা মূলক এক মত বিনিময় সভা আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হয় প্রেস ক্লাব বেনাপোলে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের আয়োজনে এই মতবনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিনি মিলন। নারী শিশু পাচারের ওপর মুল বক্তব্য  রাখেন প্রেস ক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব। রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজাহার হোসেন নারী শিশুু পাচারের ওপর বিভিণœ ভিডিও ফুটেজ তুলে ধরে এর নেতিবাচক দিক ও  পাচার রোধে করনিয় বিষয়ে তথ্য উপাদ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বিভিণœ টেলিভিশন ও জাতীয় পত্রিকার মোট ২০ জন সাংবাদিক এই মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন। গত ৩ বছরে রাইটস যশোর ৭১৭ জন নারী শিশুকে ভারত থেকে উধার করে দেশে ফিরিয়ে এনেছে। প্রোগ্রাম অফিসার ফিরোজ আহমেদ নারী শিশু পাচার রোধে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।