ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি সাংবাদিকদের সাথে শিশু পাচার রোধে সচেতনতা মূলক এক মত বিনিময় সভা আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হয় প্রেস ক্লাব বেনাপোলে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের আয়োজনে এই মতবনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিনি মিলন। নারী শিশু পাচারের ওপর মুল বক্তব্য রাখেন প্রেস ক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব। রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজাহার হোসেন নারী শিশুু পাচারের ওপর বিভিণœ ভিডিও ফুটেজ তুলে ধরে এর নেতিবাচক দিক ও পাচার রোধে করনিয় বিষয়ে তথ্য উপাদ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বিভিণœ টেলিভিশন ও জাতীয় পত্রিকার মোট ২০ জন সাংবাদিক এই মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন। গত ৩ বছরে রাইটস যশোর ৭১৭ জন নারী শিশুকে ভারত থেকে উধার করে দেশে ফিরিয়ে এনেছে। প্রোগ্রাম অফিসার ফিরোজ আহমেদ নারী শিশু পাচার রোধে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …