বিমানে শারীরিক হেনস্থার শিকার টিনা দত্ত

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বিমানে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী টিনা দত্ত। প্লেনের এক সহযাত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন কালার্সের জনপ্রিয় ধারাবাহিক ‘উত্তরণ’-এ ‘ইচ্ছা’ চরিত্রে জনপ্রিয় এই অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, জেট এয়ারওয়েজ-এর বিমানে মুম্বাই থেকে রাজকোট যাচ্ছিলেন তিনি। প্লেনে এক সহযাত্রী তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। তিনি জানান, অশোভনভাবে গায়ে হাত দিচ্ছিল সে।

বিমানকর্মীদের এ কথা জানালেও তারা কোনও কঠোর ব্যবস্থা নেননি বলে অভিযোগ ওই অভিনেত্রীর। টিনার অভিযোগ, বিমানের কর্মীরা তাকে বলেন, এরকম ঘটনা ঘটেই। গোটা ঘটনা অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন টিনা।

 

Check Also

৫ বছরে কিডস ক্রিয়েশন টিভি

৫ম বর্ষে পা রাখলো ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি । ৮ মার্চ , শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।