ইস্তাম্বুলে জোড়া বিস্ফোরণ, হতাহত ২০০

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের ইস্তাম্বুলে শনিবার রাতে জোড়া বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত এবং ১৬৬ জন আহত হয়েছেন।

মক্কা পার্কে বিস্ফোরণ দুটি ঘটানো হয়।

উপপ্রধানমন্ত্রী নুমান কুতুলমাস বলেন, প্রথম বিস্ফোরণে এক ব্যক্তি নিজেকে বোমায় উড়িয়ে দেয়। এরপর কাছের রাস্তায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ দুটি ঘটে মাত্র ৪৫ সেকেন্ডের ব্যবধানে।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বলেন, বিস্ফোরণে নিহত ২৯ জনের মধ্যে ২৭ জন পুলিশ, ২ জন বেসামরিক নাগরিক। আহত ১৬৬ জনের মধ্যে ছয়জনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটা ছিল সন্ত্রাসী হামলা। সম্ভবত ১০ জন এতে অংশ নেয়।
সূত্র : ডেইলি সাবাহ

Check Also

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ ঘোষণা করেছে। বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।