ক্রাইমবার্তা রিপোট:চট্টগ্রামে মো. ইব্রাহিম মানিক (৩২) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানার ব্যস্ততম এলাকা চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের উল্টো দিকের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম মানিক নগরীর সদরঘাট বাইলেনের আবু হানিফের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা মানিককে গুলি করে ‘ঘাতকরা’ পালিয়ে যায়।
‘ব্যক্তিগত বিরোধের জেরে’ এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেও কী নিয়ে কার সঙ্গে বিরোধ- সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রানা নামের একজনকে আটক করা হয়েছে। লোকজনের ভিড়ের মধ্যে কারা কীভাবে গুলি করেছে পুলিশ এখনো জানতে পারেনি।
তিনি বলেন, ঘটনাস্থলে ফুটপাতের ওপর ছোপ ছোপ রক্তের দাগ, এক জোড়া স্যান্ডেল ও পিস্তলের গুলির খোসা পড়ে আছে।
নিহতের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।