ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পর্দা নামলো বিপিএলের চতুর্থ আসরের। শিরোপা জিতল ঢাকা ডায়নামাইটস। সাথে সাথে শুরু হলো হিসেব-নিকেশ। সেরা ব্যাটসম্যাট-বোলার, পাশাপাশি আসরে সেরা ক্যাচ। চতুর্থ আসরে অনেক অসাধারণ ক্যাচ নিতে দেখা গেছে ক্রিকেটারদের। আসুন এক নজরে দেখে নিন সেরা পাঁচটি ক্যাচ-
৫. বিপিএলের চতুর্থ আসরের ৩৪তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে এক হাত দিয়ে উড়ন্ত ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানের বলে পাকিস্তানের নাসির জামসেদকে ২১ রানে ফেরান মোসাদ্দেক। নয়নজুড়ানো এই ক্যাচটি রয়েছে সেরা ক্যাচগুলোর তালিকার ৫ নাম্বারে।
৪. বিপিএলের এবারের আসরের এলিমিনেটরে বাউন্ডারিতে চিটাগং ভাইকিংসের শোয়েব মালিক ও জহুরুল ইসলাম মিলে যুগলবন্দীতে চমৎকার এক ক্যাচ নেন। ২৭ বলে ৩৪ রান করা নুরুল হাসান সোহান সাকলাইন সজীবের বলে ক্রিজ থেকে বের হয়ে এসে উড়িয়ে মারেন। নিশ্চিত ছয় হওয়া বলটিকে বাউন্ডারিতে ধরে ফেলেন শোয়েব মালিক। পরে নিয়ন্ত্রন রাখতে না পেরে ছুঁড়ে দেন দৌড়ে আসা জহুরুল ইসলামের দিকে। জহুরুল দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন।
৩. বিপিএলের এবারের আসরের ২১তম ম্যাচে ঢাকা ডায়মাইটসের বিপক্ষে মোহাম্মদ শহীদের বলে সজোরে মারেন সাব্বির রহমান। অনেক দূর থেকে দৌড়ে এসে বাউন্ডারিতে অসাধারণ এক ক্যাচ নেন নাসির হোসেন। সেরা ক্যাচের তালিকায় নাসিরের এ ক্যাচটি রয়েছে ৩ নাম্বারে।
২. তালিকার দুই নাম্বার ক্যাচটিও নাসির হোসেনের। বিপিএলের এবারের আসরের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস বনাম বরিশাল বুলসের ম্যাচে শূন্যে ভেসে এক ক্যাচ নিয়ে সবাই হতবাক করেন নাসির হোসেন। শ্রীলঙ্কান মুনাবিরা ডিজে ব্রাভোর বলে পয়েন্ট দিয়ে সজোরে মারেন কিন্তু বামহাত দিয়ে শূন্যে ভেসে ‘সুপারম্যান’ ক্যাচ নেন নাসির হোসেন।
১. আসরের সেরা ক্যাচটি নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে অবিশ্বাস্য এক ক্যাচে ফেরান মারুফ। তানভীর হায়দারের বলে ক্রিজ থেকে বের হয়ে এসে মারেন মাত্র ২৮ বলে ৫০ করা রিয়াদ। অনেক উপরে উঠা বলটিকে অনেক দূর থেকে দৌড়ে এসে বিশাল এক লাফ দিয়ে তালুবন্দী করেন মেহেদী মারুফ। এই ক্যাচটি রয়েছে বিপিএলের এবারের আসরের সেরা পাঁচটি ক্যাচের তালিকার এক নাম্বারে।
দেখুন ভিডিওতে-