জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে শপথ নিলেন গুয়েতেরেজ

অনলাইন ডেস্ক: জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে শপথ নিলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুয়েতেরেজ। সোমবার জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে শপথ নেন তিনি।

আগামী ১ জানুয়ারি থেকে ৬৭ বছর বয়সী গুয়েতেরেজ বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন।

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত গুয়েতেরেজ পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ মহাসচিবের দায়িত্বের আওতায় গুয়েতেরেজ ব্যক্তিগতভাবে সংঘাত সমাধানে নিয়োজিত হতে প্রস্তুত বলে জানিয়েছেন।

১২ জন প্রার্থীকে পেছনে ফেলে গত অক্টোবর মাসে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হন। এই ১২ প্রার্থীর ৭ জনই ছিলেন নারী। জাতিসংঘে প্রথম নারী মহাসচিব হওয়ার জোর গুঞ্জনের মধ্যেও শেষ পর্যন্ত গুয়েতেরেজই নির্বাচিত হন। -রয়টার্স

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।