১২০ কেজির মেয়ের মাথায় সেরা সুন্দরীর মুকুট

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:মেদহীনতাই শরীরিক সৌন্দর্যের মাপকাঠি। কিন্তু এই প্রচলিত ধারণাকে উড়িয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার মুকুট ছিনিয়ে নিলেন ১২০ কেজি ওজনের মডেল এস্টেফানিয়া কোরিয়া।

আর্জেন্টিনায় ‘কুইন অফ ভেন্ডিমিয়া’ সৌন্দর্য্য প্রতিযোগীতায় সেরার শিরোপা পেয়েছেন কোরিয়া।
untitled-1_255739
সৌন্দর্যের মাপকাঠি শুধু ছিপছিপে ফিগার নয়, বুদ্ধিমত্তাই সৌন্দর্যের নয়া সংজ্ঞা। এই ধারণাকে হাতে-কলমে বাস্তবায়িত করলেন ২৪ বছরের এস্টেফানিয়া। প্রশ্নোত্তর পর্বে যতটা স্বাভাবিক ছিলেন তিনি, ততটাই স্বতঃস্ফুর্ত বিকিনি রাউন্ডে। জয়ের পর তার আবেগপূর্ণ বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেয়।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। এজন্য প্রথমেই একটি মডেলিং এজেন্সিতেও নিজের নাম লেখান তিনি। তার চেহারার জন্য কখনও সমস্যার মুখে তাকে পড়তে হয়নি বলে জানিয়েছেন এস্টেফানিয়া। কুইন অফ ভেন্ডিমিয়া’র পর আরও বড় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবছেন ৫ ফুট ৩ ইঞ্চির এস্টেফানিয়া। সূত্র: অনলাইন

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।