অধিকার কায়েম না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : প্রধান

ক্রাইমবার্তা রিপোট:বিশ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন স্বাধীনতার ৪৫ বছর পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন প্রমোশনে পরিণত হয়েছে। স্বাধীন বাংলাদেশে আজও আলোকিত মানুষদের কণ্ঠ চেপে ধরা হচ্ছে। বুটের তলায় গণতন্ত্র পিষ্ট হচ্ছে। স্বাধীনতাকে নিলামে তোলা হয়েছে। সুতরাং লড়াই শেষ হয় নাই। গণঅধিকার কায়েম না হওয়া পর্যন্ত সংগ্রাম চলছে চলবে।শফিউল আলম প্রধান (ফাইল ফটো)

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার চলমান সংগ্রাম সফল করতে দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে আজ সকালে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে জাগপা শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। স্মৃতিসৌধ ও আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক ইনছান আলম আক্কাস, যুব জাগপা সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, যুগ্মসম্পাদক ইব্রাহিম জুয়েল, প্রচার সম্পাদক মোঃ শাহীন, জাগপা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক, আবু নাঈম, ছাত্রনেতা এম.এ নূর ইসলাম, যুব নেতা মোঃ হামিম, বিপুল সরকার, গুড্ডু মিয়া প্রমুখ।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।