অবরুদ্ধ আলেপ্পোতে অবশেষে যুদ্ধ শেষ

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে অবসান হলো অবরুদ্ধ আলেপ্পোতে চার বছর ধরে চলা যুদ্ধের। রুশ-সমর্থিত সরকারি বাহিনী এখন আলেপ্পোর নিয়ন্ত্রণে। সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে।
তবে বিদ্রোহীরা চাইছে, বেসামরিক মানুষজনকেও যেন তাদের সাথে পালানোর সুযোগ দেয়া হয়।
আলেপ্পোতে যুদ্ধের অবসান হবার বার্তাটি জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন।
বিদ্রোহীদের তরফ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।
আলেপ্পোতে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে শহরটিতে কোন বোমা বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

যুদ্ধবিরতি কার্যকর হবার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয়।
এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে।
সংস্থাটি বলছে, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে।
এর বাইরেও আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে।
তবে, এসব অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।
সূত্র : বিবিসি

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।