বাঘাইছড়িতে দু’সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ২

ক্রাইমবার্তা রিপোট: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিবাদমান দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- যুদ্ধচন্দ্র চাকমা (২৯) ও নয়নজ্যোতি চাকমা (৩০)। তারা দু’জনই জেএসএস (এমএন লারমা) সংস্কারপন্থী গ্রুপের সদস্য বলে জানা গেছে।20

বুধবার ভোরে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা হালুয়াছড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার ভোর রাতে ওই এলাকায় পরস্পরবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জেএসএস (এমএন লারমা) সংস্কারপন্থী সমর্থিত দুই সশস্ত্র গ্রুপের সদস্যরা মুখোমুখি হলে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। ওই সময় দুই গ্রুপের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী গুলি বিনিময়কালে ২ জন নিহত হন।

পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল গেলে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।

রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই এলাকায় বিবাদমান দুটি আঞ্চলিক দল ইউপিডিএফ এবং জেএসএস সংস্কারপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে বলে খবর পেয়েছি। গোলাগুলিতে সংস্কারপন্থী গ্রুপের ২ সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি।

পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঘটনাস্থল গেছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Check Also

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।