ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি :বেনাপোল পোট থানার পুটখালী সীমান্ত দিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৩ যুবতীকে ভারতে পাচারের সময় উদ্ধার করেছে পুটখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এসময় সেলিনা বেগম (২৬) নামে এক মহিলা পাচারকারীকে ও আটক করা হয়।পাচারকারী নেত্রকোনা জেলার বাহাট্টা থানার চনন্দপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী।
পাচারের শিকার যুবতীরা হলো-আসমা খাতুন (২২),শিরিনা খাতুন (২১) ও লাকি আক্তার (২০)। এদের প্রত্যেকের বাড়ি নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের অধিনায়ক সুবেদার আব্দুল জলিল জানান, আটক পাচারকারী সেলিনা ওই ৩ যুবতীকে ভালো চাকরীর লোভ দেখিয়ে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে এনে পাচারকারীদের হাতে তুলে দেয়।এসময় যুবতীরা পাচার হচ্ছে বুঝতে পেরে চিৎকার করলে দায়িত্বরত বিজিবি সদস্যরা যুবতীদের উদ্ধার এবং পাচারকারীকে আটক করে।আটক ওই পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …