সাঁওতাল পল্লিতে আগুন দেয়ায় পুলিশ জড়িত কি না তদন্তের নির্দেশ

ক্রাইমবার্তা  রিপোট:গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ জড়িত কি না সে বিষয়ে তদন্তের জন্য গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিতে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে। একই সঙ্গে স্বপন মুর্মু  ও থমাস হেমব্রমের করা মামলাও তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। আদালতে রিটকারী আইনজীবীরা ওই ভিডিও ফুটেজ হাইকোর্টে জমা দেন। এরপর আদালত এ আদেশ দেন।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।