পেকুয়ায় বন্যহাতির আক্রমণে শ্বশুর-জামাই নিহত

ক্রাইমবার্তা রিপোট:কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে শ্বশুর-জামাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার শীলবুনিয়া ইউনিয়নের সাপেরঘাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শিলখারী ইউনিয়নের ঝারুলবুনিয়া গ্রামের ছৈয়দ আলম (৬০) ও তার মেয়ের জামাই সাপেরঘাড়া গ্রামের চান মিয়ার ছেলে মো.আলমগীর (৩০)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের পাশেই ছৈয়দ আলম ও তার জামাইয়ের ধানের জমি। সেখানে ধান পাহারা দিতে প্রতিদিন রাতে তারা ওখানেই অবস্থান করত। প্রতিদিনের মত গতকাল বুধবার দিবাগত রাতে ধান পাহারা দিচ্ছিল।

এসময় শ্বশুর ও জামাই দুজনেই ক্ষেতের পাশে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৫ টায় দিকে একদল বন্যহাতি খাবারের সন্ধানে আসলে তাদেরকে ঘুমন্ত অবস্থায় পিষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান বলে জানান ওসি।

Check Also

ইফতারে যা যা খেলেন জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।