পেকুয়ায় বন্যহাতির আক্রমণে শ্বশুর-জামাই নিহত

ক্রাইমবার্তা রিপোট:কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে শ্বশুর-জামাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার শীলবুনিয়া ইউনিয়নের সাপেরঘাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শিলখারী ইউনিয়নের ঝারুলবুনিয়া গ্রামের ছৈয়দ আলম (৬০) ও তার মেয়ের জামাই সাপেরঘাড়া গ্রামের চান মিয়ার ছেলে মো.আলমগীর (৩০)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের পাশেই ছৈয়দ আলম ও তার জামাইয়ের ধানের জমি। সেখানে ধান পাহারা দিতে প্রতিদিন রাতে তারা ওখানেই অবস্থান করত। প্রতিদিনের মত গতকাল বুধবার দিবাগত রাতে ধান পাহারা দিচ্ছিল।

এসময় শ্বশুর ও জামাই দুজনেই ক্ষেতের পাশে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৫ টায় দিকে একদল বন্যহাতি খাবারের সন্ধানে আসলে তাদেরকে ঘুমন্ত অবস্থায় পিষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান বলে জানান ওসি।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।