ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেনঃ ৪৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিঃ এর উদ্যোগে গরীব, দুস্থ্য ও অসহায় শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার সকাল ৭টায় হাসপাতালের নিজস্ব ভবনে অনুষ্ঠিত ক্যাম্পে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদে¦াধন করেন সিভিল সার্জন, সাতক্ষীরা, ডাঃ উৎপল কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন,সহকারী অধ্যাপক ডাঃ আবু সাঈদ (শুভ) ডাঃ মোঃ হাসানুজ্জামান,ডাঃ মোহাম্মাদ রুহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ারুল হুসাইন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল,মার্কেটিং অফিসার এম রাশেদ,আব্দুল হাকিম, শেখ ফজলু রহমান, শারমিন নাহার,সন্ধ্যা বালা বৈদ্য,ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য বিশেষজ্ঞ ডাক্তারগন ১০০ জন বাচ্চার খৎনা সম্পন্ন করেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুন্নতে খৎনা প্রতিটি বাচ্চাদের করা অনিবার্য । সুন্নতে খৎনা না করার জন্য অনেকের ইনফেকনের সম্মুখীন হতে হচ্ছে। সুন্নতে খৎনা শুধু মাত্র মুসলিম সম্প্রদায় করে থাকে তাদের মধ্যে কোন ইনফেকশন দেখা যায়না। কিন্তু যে সব সম্প্রদয় খৎনা দেয়না তাদের মধ্যে ইনফেকশনের পরিমান ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এমসয় তিনি বিজয় দিবসসহ বিভিন্নœ দিবসে এরকম কল্যাণ মুখি কাজে অন্যন্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান
জানান।