মহান বিজয় দিবস উদযাপনে শ্যামনগরে সাজ সাজ রব, নানা কর্মসূচী গ্রহণ

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর ব্যুরোঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে শ্যামনগর এখন সাজ সাজ  রব। গ্রহন করা হয়েছে সরকারী নির্দেশনায় নানা কর্মসূচী । উপজেলা প্রশাসন সহ সর্ব স্তরের লোকজন দিবসটি পালনে প্রস্তুত। সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে আলোক সজ্জা, নকিপুর হরিচরণ পাইলট হাইস্কুল মাঠ ও উপজেলা ক্যাম্পাসে প্যান্ডেল, স্টেজ, গেইট নির্মাণ, ব্যাপক নিরাপত্তা ও প্রচার প্রচারনা তুঙ্গে। উপজেলা প্রশাসন এর উদ্যোগে মাইকিং করে  জাতীয় পতাকার সঠিক মাপ ও মর্যাদা সমুন্নত রাখতে আহবান করা হয়েছে। শ্যামনগরের ইউএনও আবু সায়েদ মোঃ মনজুর আলম উপজেলা সদরের ঐতিহ্যবাহী নকিপুর বাজারে পদব্রজে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের জাতীয় পতাকা সচক্ষে মাপ দেখেন এবং উহা উত্তোলন এর ক্ষেত্রে সুউচ্চে শক্ত দন্ডে ঁেবধে, জাতীয় পতাকা উড়তে বাধাগ্রস্ত না হওয়া সে দিকে দৃষ্টি রাখতে নির্দেশনা দেন। ইউএনও আবু সায়েদ মোঃ মনজুর আলম স্বাধীন দেশের নাগরিক হিসেবে জাতীয় পতাকা মর্যাদা রক্ষায় ও মহান বিজয় দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালনের ব্যবসায়ী সহ সকলের প্রতি আহবান জানান। এ ধরনের কর্মকান্ডে ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ফিরোজ হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ইউএনও কে সাধুবাদ জানিয়েছেন।6

শ্যামনগরের জব্বারের নারী ঘটিত কু-কীর্তি

শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরের আটুলিয়ার জব্বারের কু-কীর্তিতে এখন সর্বত্রে আলোচনা ও নিন্দার ঝড় বইছে। স্থানীয় সূত্রে প্রকাশ, আটুলিয়ার বাদুড়িয়া গ্রামের জবেদ মোড়লের পুত্র আঃ জব্বার নারী ঘটিত কুকর্ম এখন নওয়াবেকী হাট বাজারের হোটেল, দোকান ও চায়ের দোকান সহ সর্বত্রে আলোচনার কেন্দ্র বিন্দুতে রুপ নিয়েছে। সম্প্রতি জেলা সদরের বাইরে ইট ভাটার রাঁধুনীর মেয়ের সাথে অনৈতিক কু-কর্মকান্ড করার সময় ধৃত হয়ে আঃ জব্বারকে লাথি,কিল, ঘুষি ও লাঠি দ্বারা ব্যাপক মারধর করা হলে জন¯্রুতিতে নিন্দার ঝড় রুপ নেয়। গত বৎসরও আঃ জব্বার এক ছেলের সাথে নোংরামি আচারনে ধিক্কারিত হয়েছিল মর্মে এলাকাবাসী জানান। তার এ ধরনের কু-কীর্তিতে এলাকার নিন্দার ঝড় বইছে। বর্তমানে আঃ জব্বার পলাতক থাকায় তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।