আমার বিরুদ্ধে বিদ্বেষ আছে পুতিনের : হিলারি

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর বিদ্বেষ পোষণ করেন। এ কারণেই নির্বাচনে ডেমোক্র্যাটদের ইমেইল হ্যাকিং করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময় হিলারি বলেছিলেন, রাশিয়ার নির্বাচন অস্বচ্ছ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সাইবার হামলায় ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এর মাধ্যমে হিলারির বিরুদ্ধে প্রতিশোধমূলক বিবাদ শুরু করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে শেষবারের মতো ধন্যবাদ জানানোর জন্য দাতাদের সঙ্গে বৈঠক করেন হিলারি। দাতাদের মধ্যে ছিলেন ভোগ সাময়িকীর সম্পাদক আনা উইনটর, প্রযোজক হার্ভি উয়াইনস্টাইন, ডিজাইনার ভেলা ওয়াং।

বৈঠকে উপস্থিত একটি সূত্র সিএনএনকে জানায়, বৈঠকে হিলারি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প সরাসরি নাম উল্লেখ করেননি। হিলারি ক্লিনটন বলেন, তাঁর নির্বাচনী প্রচারশিবিরের সভাপতি জন পডেস্টার ও আরো বহু ইমেইল হ্যাকিং করার ফলে তিনি হেরে গেছেন। এসব ইমেইল উইকিলিকস ফাঁস করে দেয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) বলছে, রাশিয়ার হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে সহায়তা করা। হোয়াইট হাউস বলেছে, হ্যাকিংয়ের ফলে যে ট্রাম্প লাভবান হয়েছেন তা তিনি জানতেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।