ক্রাইমবার্তা রিপোট: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন দরকার। ৪৫ বছর পরও স্বাধীনতার সুখ আমরা পাইনি, এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সাভার জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এলডিপি সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে তরুণ অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, আমরা আজো অসহায়।
তিনি এসময় উল্লেখ করেন, মন্ত্রণালয়গুলো আজ দুর্নীতিতে নিমজ্জিত। ৭১ সালের মতোই নারীরা তাদের ইজ্জত রক্ষা করতে পারছেনা, আমরা অসহায় হয়ে পড়েছি।
বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছিলেন। ৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আর শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে তাদের ভূমিকা সবচেয়ে বেশি।
শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন । এরপর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন বাহিনী প্রধানরা শ্রদ্ধাঞ্জলি জানান।