ভারত-রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

ক্রাইমবার্তা রিপোট:একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা ভারত ও রাশিয়ার সৈন্যদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বিদেশি অতিথিদের এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৯জন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী চট্টগ্রাম বন্দরের ‘মাইন সুইপিংয়ে’ অংশ নেওয়া সোভিয়েত ইউনিয়নের পাঁচজন সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদান ছিল। আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের বিজয় দিবস পালন করছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

ভারত ও রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যরা তাঁদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোয়  কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে তারা যেখানে যুদ্ধ করেছিলেন সেখানকার স্মৃতি তুলে ধরেন।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।