ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ॥ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। রাত ১২.০১টায় ২১ তপধ্বীর মধ্য দিয়ে
উপজেলার বধ্যভূমি খুনিয়াদিঘি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচীর সুচনা করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাণীশংকৈল প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশা জীবির মানুষ পুষ্পার্ঘ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। সকালে রাণীশংকেল ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন, খেলাধুলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সান্ধ্যকালিন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেডিক্যাল টিমের ফ্রি চিকিৎসা প্রদান, রক্তদান কর্মসূচী গ্রহণ করা হয়। এসময় ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোঃ মোবারক আলী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ওসি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।