বিজয়ের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৫

ক্রাইমবার্তা রিপোট:খাগড়াছড়ি সদরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপনের সময় খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে দুর্ঘটনাটি ঘটে।15

আহত ব্যক্তিরা হলেন পুলিশ সদস্য মো. শাহীন, মো. ইসমাইল, মাটিরাঙ্গার ভূমি কর্মকর্তা বীরেন্দ্র ত্রিপুরা, গ্যাস সিলেন্ডার নিয়ে যাওয়া তুলসী রানী ঘোষ ও পল্লব চৌধুরী।

ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে পুলিশ সদস্যসহ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান দায়িত্বরত চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে ওড়ানোর জন্য বেলুনে গ্যাস ভরা হচ্ছিল। আকস্মিকভাবে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ওই পাঁচ ব্যক্তি আহত হন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, প্রাথমিক চিকিৎসা ও রক্ত দেওয়ার পরও  অবস্থা আশঙ্কাজনক হলে তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার  (এসপি) মজিদ আলী হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা  দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তাঁরা।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।