বেনাপোল ও শার্শায় মহান বিজয় দিবস পালিত

ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি   :মহান বিজয দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেনাপোল ও শার্শায়  নানা কর্মসূচী গ্রহন করেছে শার্শা উপজেলা প্রশাসন, কাস্টমস , বন্দর, প্রেস ক্লাব বেনাপোল, মুক্তিযোদ্ধা সংসদ, কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, আওয়ামীলীগ ও বিএনপি সহ বিভিণœ স্কুল কলেজ। gfhsj
সকাল থেকে স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। শিশু থেকে বৃদ্ধ অধিকাংশের হাতে লাল-সবুজের পতাকা ও র‌্যালী , মুখে নানা ¯েœাগানে মুখরিত হয়ে উঠে বেনাপোলর কাগজপুকুর স্মৃতিসেীধে।
মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভেসে আসে হাজারো জনতার খন্ড খন্ড মিছিল থেকে ভেসে আসছিল নানা ¯েলাগান।
সকালে শার্শা স্টেডিয়োমে কুজকাওয়াজ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম’র নেতুত্বে স্মৃতি সৌধে ২১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সুচনা করেন শার্শা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। বীর শ্রেষ্ঠ নুরমোহাম্মদ এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।

Check Also

বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, সাংবাদিকসহ আহত ৪০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে লাবলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।