ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি :মহান বিজয দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেনাপোল ও শার্শায় নানা কর্মসূচী গ্রহন করেছে শার্শা উপজেলা প্রশাসন, কাস্টমস , বন্দর, প্রেস ক্লাব বেনাপোল, মুক্তিযোদ্ধা সংসদ, কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, আওয়ামীলীগ ও বিএনপি সহ বিভিণœ স্কুল কলেজ।
সকাল থেকে স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। শিশু থেকে বৃদ্ধ অধিকাংশের হাতে লাল-সবুজের পতাকা ও র্যালী , মুখে নানা ¯েœাগানে মুখরিত হয়ে উঠে বেনাপোলর কাগজপুকুর স্মৃতিসেীধে।
মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভেসে আসে হাজারো জনতার খন্ড খন্ড মিছিল থেকে ভেসে আসছিল নানা ¯েলাগান।
সকালে শার্শা স্টেডিয়োমে কুজকাওয়াজ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম’র নেতুত্বে স্মৃতি সৌধে ২১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সুচনা করেন শার্শা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। বীর শ্রেষ্ঠ নুরমোহাম্মদ এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …