কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাঠের পর মাঠ সরিষার আবাদ করা হয়েছে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে যেন গোটা উপজেলা সুশোভিত। আর আবহওয়া যদি এভাবে অনুকুলে থাকে তাহলে এ বছর সরিষার চাষে বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার হেক্টর জমিতে। তবে এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৯০০ হেক্টর জমিতে কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৯’শ ৫০ হেক্টর জমিতে চাষ হয়েছিল। যা গত বছরের তুলনায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দেড়গুন চাষ হয়েছে। কৃষকরা এ বছর ভাল ফলনের জন্য টরি-৭, বারি-৯ ১৪, ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৮০ ভাগ। বাকি ২০ ভাগ চাষ হয়েছে দেশী সরিষাসহ অন্যান্য জাতের। সরিষা চাষ করতে প্রধানতঃ ৪টি জিনিষ প্রয়োজন তার মধ্যে ভাল বীজ, সার, সেচ ও যতœ। বর্ষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে তাছাড়া এ বছর বর্ষা কম হওয়ায় কৃষকরা আমন ধান কাটার পরপরই ভিজা কাঁদা নরম জমিতে বিনা চাষে সরিষার বীজ বপন করেছেন কৃষকরা। বৃহস্পতিবার সরেজমিনে গেলে উপজেলার কামারালী গ্রামের কৃষক আব্দুল খালেক, ওফাপুর গ্রামের কৃষক মফিজুল ইসলাম বলেন, জমিতে চাষ দিয়ে বীজ বপনের উপযুক্ত হলে ২ বিঘা জমিতে ১০ কেজি ইউরিয়া সার, ২০ কেজি ফসফেট ও ২০ কেজি পটাশ ও প্রয়োজন মত গোবর সার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে সরিষার বীজ বপন করেন তারা। পরে আরেকবার প্রয়োজন মত সার ওষুধ ও সেচ দিয়ে থাকেন। এতেই তারা ভাল ফলনের আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন আলী বলেন, এ বছর উপজেলায় বারি ৯, ১৪, ১৫ ও টরি-৭ জাতের সরিষার বীজ বেশী চাষ হয়েছে। এ জাতের সরিষার ফলন প্রতি বিঘায় অর্থাৎ ৩৩ শতাংশ জমিতে ৫ থেকে ৬ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। ফলে কৃষকরা এ বছর ওই সব জাতের বীজ বেশী চাষ করেছেন। এ ছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে ব্লক বা ক্ষেত পরিদর্শন সহ ভাল ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। এমনকি তিনি আরো বলেন, মৌমাছি সরিষার কোন ক্ষতি করে না। তারা সরিষার ফুলে বসে পরাগায়ন ছড়ায় বিধায় বিঘা প্রতি শতকরা ২৫ থেকে ৩০ ভাগ ফলন বেশী হয়। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …