Exif_JPEG_420

মুক্তিযোদ্ধা ভবনে বিজয় দিবসে জাতীয় পতাকা টাঙ্গানো হয়নি

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ॥ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা

Exif_JPEG_420

কমপ্লেক্স ভবনে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উঠানো হয়নি । এ নিয়ে শুরু হয়েছে আনাগোনা। প্রশ্নবিদ্ধ করে তুলেছে উপজেলা কমান্ডারের দায়িত্ববোধকে।  পাক হানাদারদের হাত থেকে দেশকে মুক্ত করার আনন্দে ভাসছে দেশ। রাজধানী থেকে তৃণমুল পর্যন্ত যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছে দিবসটি। বাঙ্গালী বীর সন্তানদের গৌরবের সাথে জাতি উচ্চ আসনে সাজিয়েছে। সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করেছেন। কিন্তু জাতির এ গর্বের দিনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা তোলা হয়নি। বিষয়টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকায় আলোচনার ঝড় তুলেছে। এদিকে উপজেলা কমপ্লেক্স ভবনের দায়িত্বে থাকা দাপ্তরি মোঃ আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোন সাংবাদিক এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবে তার সমস্যা আছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, একজন মুক্তিযোদ্ধা মারা যাওয়ার কারনে আমি দুপুর ২ টার দিকে অফিসের পতাকা খুলে নিয়ে যায়। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সুত্রমতে, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার জন্য নির্দিষ্ট জাতীয় পতাকা আছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জাতীয় পতাকা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কাজে ব্যবহার করার প্রশ্নই আসে না। সুধিমহল এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Check Also

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।