ক্রাইমবার্তা রিপোট:সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৮৭২ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে উদ্ধার হওয়া ওই ১৬টি স্বর্ণবারের মূল্য প্রায় কোটি টাকা।
কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন সমকালতে এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ভেতরে একটি পরিত্যক্ত ব্যাগে থাকা প্যান্টের পকেট থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তা জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।