ওসমানীতে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৮৭২ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে উদ্ধার হওয়া ওই ১৬টি স্বর্ণবারের মূল্য প্রায় কোটি টাকা।

কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন সমকালতে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ভেতরে একটি পরিত্যক্ত ব্যাগে থাকা প্যান্টের পকেট থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তা জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Check Also

সাতক্ষীরা জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশি আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সংবাদদাতাঃ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আগামীতে জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।