বাংলাদেশকে দেশের মতোই ভালোবাসি : মমতা

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:কলকাতা সদনে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশকে দেশের মতোই ভালোবাসি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক আগের মতোই অটুট বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী  বলেন, ‘বাংলাদেশকে আমরা দেশের মতো ভালোবাসি l তার বেশি তো কম নয় l  শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক যেমন আগেও ছিল, এখনো আছে আর আগামী দিনেও থাকবে।’

অনুষ্ঠানে মমতা বলেন, ১৯৭৫ সালে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, তা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষদিকে এসে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিল ভারত। এই যুদ্ধে ভারতের বেশকিছু সৈনিকও মারা যান। আর তাই ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের স্মরণে গতকাল সকালে দিল্লিতে অবস্থিত শহীদদের স্মরণে নির্মিত ‘অমর জওয়ান জ্যোতি’তে এই যুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও দেশটির তিনবাহিনীর প্রধানl

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।