ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:জিওফ বয়কটের সেরা একাদশে জায়গা পেলেন না সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও কপিল দেব।
শুধু তাই নয়, ইংল্যান্ডের সাবেক ওপেনারের সেরা একাদশে নেই আরও অনেক বিখ্যাত ক্রিকেটার।
বয়কটের যুক্তি, ‘নিজের সেরা একাদশে নিজেকেও রাখিনি আমি। সুনীল গাভাস্কার একজন দারুণ ক্রিকেটার ছিলেন। আমার ভালো বন্ধুও। কিন্তু আমার দলে দুই ওপেনারের নাম ডব্লুজি গ্রেস ও স্যার জ্যাক হবস। এই দু’জনকে বাদ দিয়ে গাভাস্কারকে দলে নিতে পারিনি।’
বয়কটের দলের তিন ও চার নম্বর জায়গায় রয়েছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এবং ওয়েস্ট ইন্ডিজের জর্জ হ্যাডলি।
বয়কট বলেছেন, ‘জর্জ হ্যাডলি সম্ভবত ২০টির মতো টেস্ট খেলেছে। ব্ল্যাক ব্র্যাডম্যান বলে ডাকা হতো ওকে। হ্যাডলি যখন খেলতে এসেছিল তখন সময়টা মোটেই ভালো যাচ্ছিল না ক্যারিবিয়ানদের।’
হ্যাডলি ছাড়াও বয়কটের সেরা দলে রয়েছেন আরও দুই ক্যারিবিয়ান ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস ও স্যার গারফিল্ড সোর্বাস।
বয়কট জানাচ্ছেন, ‘অনেকেই তাদের সেরা একাদশে বর্তমান ক্রিকেটারদের রাখেন। কারণ তারা সেই ক্রিকেটারদের খেলা দেখেছেন। এখন যারা শিশু তারা কিন্তু শচীনের খেলা দেখেনি। তারা কোহলিকে দেখছে।’
দলের নেতৃত্বে থাকবেন ইমরান খান। বয়কট মনে করেন, এই দলকে সামলানোর দক্ষতা একমাত্র ইমরানেরই রয়েছে।
কপিল দেব বা ইয়ান বোথামের বদলে সোর্বাসকে নেয়ার পেছনে বয়কটের যুক্তি, ‘বোথাম বা কপিল দু’জনই অসাধারণ ক্রিকেটার ছিলেন। কিন্তু সোর্বাসকে বাদ দিয়ে এই দু’জনকে নেয়া সম্ভব নয়।’ ওয়েবসাইট।