জুতা পায়ে ফের স্বাধীনতা স্তম্ভে চিফ হুইপ

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:আবারও জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে বিতর্কের জন্ম দিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ। মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে স্বাধীনতা স্তম্ভে এদিন জুতা পায়ে দিয়েই তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  এর আগে গত বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও একইভাবে পুষ্পস্তবক অর্পণ করেন আ স ম ফিরোজ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।9

বিএনপির এক নেতা বলেন, জুতা পায়ে স্বাধীনতা স্তম্ভে উঠে পুষ্পস্তবক অর্পণ শহীদদের সঙ্গে চরম অবমাননাকর।

বাউফল উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আ স ম ফিরোজ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা স্তম্ভের বেদিতে ওঠেন। চিফ হুইপ ছাড়াও এ সময় তার সঙ্গী অনেককেই জুতা পরা অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি।-যু গা।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।