ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ হায়েনারা এদেশকে তাবেদারী রাষ্ট্র বানাতে চেয়েছি। মক্তিযোদ্ধা না হলে স¦াধীন সার্বভৌম বাংলাদেশ নামক দেশের মানচিত্র বিশ্বের দরবারে পরিচয় লাভ করত না। পাক বাহিনী সেদিন এদেশের ঘুমন্ত পুলিশ বাহিনীসহ সাধারণ মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। পুলিশ বাহিনী জীবনকে বাজিরেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। এ সময় তিনি আরও বলেন দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে জামাত শিবির মুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সকলকে এক যোগে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হচ্ছে যা অন্য সরকারের সময় দেওয়া হয়নি। শনিবার বিকাল ৪ টায়
মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরার আয়োজনে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরার সভাপতি পুলিশ সুপার পতœী মেহের নিগার আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জর অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মাদ হাবিবুর রহমান,সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক,কালিগঞ্জ সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস তরিকুল ইসলাম,এ এসপি মেহেদী হাসান,ডিআই তথ্য কর্মকর্তা মিজানুর রহমান আঃ রহিম প্রমুখ। উল্লেখ্য যে পরে জেলা পুলিশের আয়োজনে ৩১ জন মক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আতিকুল হক।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …