রাজধানীতে গুলিতে একই পরিবারের তিনজন আহত

ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর খিলক্ষেতে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছে। আজ শনিবার ভোরে খিলক্ষেতের বেল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সাংবাদিকদের জানান।

গুলিতে আহত ব্যক্তিরা হলেন সৌধ মিয়া (৫০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও ছেলে আব্দুল আলিম (২৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক ব্যক্তির নাম হামিদুর রহমান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হচ্ছিল। ধলু মিয়া প্রতিবাদ জানালে ড্রেজারের মালিক হামিদুরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধলু মিয়াকে মারতে উদ্যত হন হামিদুর। চিৎকার শুনে ওই এলাকার পাশ থেকে সৌধ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে হামিদুর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সৌধ মিয়া, তাঁর স্ত্রী ও ছেলে গুলিবিদ্ধ হন।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।