ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে এ খেলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল।
খেলার প্রথম দিন সকাল ১০টায় ১ম খেলাটি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ৩/১ গোলে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ জয় লাভ করে। এছাড়াও দিনের ২য় খেলায় বিশ্ববিদ্যালয় আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও পরিসংখ্যান বিভাগেম মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পরিসংখ্যান বিভাগ ১/০ গোলে জয় লাভ করে।
প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রবিউল ইসলাম। এছাড়াও সহকারী হিসেবে মোঃ সেলিম হোসেন এবং মোঃ জামাল হোসেন দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন।
ইবিতে আরবী ভাষা দিবস পালিত
ইবি সংবাদদাতা-
‘আরবী ভাষা প্রসারে ত্বরা করো সকলে’ শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে ২৫টি বেলুন উড়ানো হয়। পরে বিভাগের উদ্যোগে র্যালি বের করে। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়। র্যালিতে মানবিক সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এসময় শিক্ষার্থীরা আরবী বর্ণ সম্বলিত প্লাকার্ড ধারণ করে।
পরে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার, প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।