শেখ কামরুল ইসলামঃ সাতক্ষীরায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আল রাজী পাঠাগারের আয়োজনে পাঠাগারের নিজস্ব কার্যালয় পাঠাগারের পরিচালক আতাহার আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দীর্ঘ সময় ধরে পবিত্র ঈদ ই মিলাদুন্নবীর তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ এড. আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোহাম্মাদ আতিয়ার রহমান, মোহাম্মাদ আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরান থেকে তেলওয়াত করেন আল রাজী পাঠাগারের কুরআন শিক্ষক হাফেজ শেখ কামরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের সহকারী পরিচালক আহমাদ আলী চৌধুরী।
Check Also
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাতক্ষীরায় থাকবে বাড়তি নিরাপত্তা -ডিসি মোস্তাক আহমেদ।
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :বড়দিন উদযাপন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাতক্ষীরায় …