ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের লিসুয়া পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমান বাহিনীর হারকিউলিস সি-১৩০ বিমানটিতে থাকা সব আরোহীই নিহত হয়েছেন। এদের বেশিরভাগই ছিলেন সৈন্য।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে থাকা ১০ সেনা এবং তিন পাইলটের সবাই প্রাণ হারিয়েছেন।
বিমান বাহিনীর চিফ অব স্টাফ অগাস সুপ্রিয়াতনা মেট্রো টিভিকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হারকিউলিস তিমিকা থেকে ওয়ামেনায় খাবার সরবরাহের কাজে নিয়োজিত ছিল। ভোরে পাহাড়ি শহর তেররেইনের কাছে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। তিমিকা থেকে যাত্রা করে বিমানটির ওয়ামেনায় অবতরণের কথা ছিল।
ইন্দোনেশিয়ার প্রত্যন্ত পার্বত্যঞ্চল পাপুয়ায় যাতায়াতের জন্য বিমানই প্রধান যান। সড়কপথে দেশটির সবচেয়ে উত্তরের এই প্রদেশটিতে যাতায়াত প্রায় অসম্ভব।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালের মার্চ মাসে পাপুয়াতে আরেকটি বিমান দুর্ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছিলেন।