ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক কালিহাতী শাখার সহযোগিতায় উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে এই শ্লোগান দিয়ে আন্তজার্তিক অভিবাসন দিবস ২০১৬ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা উপজেলা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসমাউল হুসনা লিজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা মৎস কর্মকতা আঃ কদ্দুছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মোঃ শাহজাহান রেজা,উপজেলা ব্র্যাক একাউনটেন্ট মো.শাহেব আলী,দাবী ম্যানেজার আবুল কাশেম,বিসিইউপি ম্যানেজার নাজমুল হোসেন,প্রগতি ম্যানেজার মো.আহাম্মেদ আলী,মাইগ্রেশন প্রোগ্রামার শাহিনা আক্তার প্রমুখ।
