আশুলিয়া ও সাভারে তিন লাশ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:আশুলিয়া ও সাভারে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর গ্রামে গলায় দড়ি পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। এদিকে একই সময় আশুলিয়া পুলিশ ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় গলায় ওড়না দিয়ে ঝুলানো এক নারীর লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে  আশুলিয়া পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

তাদের কারো পরিচয় পুলিশ জানাতে পারেনি পুলিশ।

এদিকে শনিবার রাতে সাভারের ডগরমুড়া এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। তিনি তার স্বামীর সঙ্গে স্থানীয় সবুজ মিয়ার বাড়ির ভাড়া বাসায় থাকতেন। তিনি এক গার্মেন্ট শ্রমিক বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘটনার পর থেকে তার স্বামীর খোঁজ পায়নি পুলিশ।  লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় সাভার ও আশুলিয়ায় তিনটি পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।