শ্যামনগর ব্যুরো: খুলনা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার দাদা মাদার আলী গাজীর স্মরনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামে তার নিজ বাড়িতে আবুল কাশেম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগরের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি অধ্যাপক মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী গাজী, বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল হাকিম গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিলে মরহুম মাদার আলী গাজীর রুহের মাগফিরাত কামনা করা হয়।এ সময় বিভিন্ন শ্রেনী পেশার প্রায় সাত শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৪ই ডিসেম্বর মাদার আলী গাজী (১০৪) বার্ধ্যক জনিত কারনে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।
শ্যামনগরে নজরুল ইসলামের সাথে ভোটারদের মত বিনিময়
মোস্তফা কামাল শ্যামনগর ব্যুরো: শ্যামনগর ইউনিয়ন পরিষদ হল রুমে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামের মটরসাইকেল প্রতিকের পক্ষে চেয়াম্যান ও মেম্বরদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এসএম জহুরুল হায়দার বাবু এবং মটরসাইকেল প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন আলহাজ্ব নজরুল ইসলাম, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী জি.এম আকবর কবির, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বক্তাগন আগামি ২৮ শে ডিসেম্বর নির্বাচনে আলহাজ্ব নজরুল ইসলামকে তার মটরসাইকেল প্রতিকে ভোট প্রদানের জন্য সকল ইউপি সদস্য /সদস্যাদের প্রতি আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন।
।
শ্যামনগরে কমিউনিটি সংগঠনের মতবিনিময়
শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা মিলায়তনে ওয়াশ প্রকল্পের কর্মসূচী কে টেকসই করার লক্ষে কমিউনিটি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর মাদ্রাসার সুপারঃ মাওঃ মোস্তফা রেজাউল করিমের সভাপতিত্বে চ্যারিটি ওয়াটার অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে মতবিনিময় সভায় বক্তারা বলেন-ওয়াশ প্রকল্পটির কার্যক্রম আটুলিয়া ইউনিয়নের পানির ফিল্টার ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপিত করা হয়। এ প্রকল্পের আওতায় বাস্তবায়িত কর্মসূচী কে টেকসই ও উন্নয়নমূখী করতে এবং নিরাপদ পানির উৎস ও স্বাস্থ্য সম্মত পায়খানাগুলো রক্ষনাবেক্ষন এর মাধ্রমে সচল রাখা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে মতবিনিময় সভায় সহায়ক ভ’মিকা পালন করেন-প্রকল্প সমন্বয়কারী সাধন সরকার ,এফ,এফ, বিথীকা রানী মন্ডল।