সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাবিবুল্লাহর আদালতে গতকাল বিকেলে ১৬৪ ধারায় নাজমুল হোসেনের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গত শনিবার জবানবন্দি দেন শাহাদাৎ মোড়ল।
এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর মধ্যে মহসিন আলী ও শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল এক দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, শাহাদাৎ ও নাজমুলের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই রকম। এতে গৌতমকে হত্যার ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন তাঁরা। ওসি বলেন, হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত গৌতমের বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গণেশ সরকারের অভিযোগ, একটি সালিসের ঘটনাকে কেন্দ্র করে তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন জামসেদ হোসেন নামের এক ব্যক্তি। তিনি সম্প্রতি তাঁকে (গণেশ) হুমকি দিয়েছিলেন। এরপরই গৌতমকে অপহরণ করা হয়।