তবিবুর রহমান আকাশ:ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় টেলিফোন অফিসের উপ-প্রধান প্রকৌশলী মোঃ তৈমুর রেজা তুহিনকে অর্থ কেলেঙ্কারীর দায়ে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয় রাতে বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন কোম্পানির মোবাইল টাওয়ারের বীল খতিয়ে দেখতে প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠন করা হলে মোঃ তৈমুর রেজা তুহিন তার ব্যাংক একাউন্ট থেকে ৩ লাখ ৩৩হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দেন বলে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা থেকে জানা গেছে।
কমিটি বিশ্ববিদ্যালয় টেলিফোন অফিসের উপ-প্রধান প্রকৌশলী মোঃ তৈমুর রেজা তুহিনকে মোবাইল টাওয়ারের পূর্বোক্ত ভাড়া আদায় ও বিশ্ববিদ্যালয় তহবিলে অর্থ জমা সংক্রান্ত বিষয়ে গুরুতর অনিয়োমের প্রমান সাপেক্ষে প্রতিবেদন দাখিল করে। তদন্ত সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করতে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ভিসি তাকে সাময়িক বাহিষ্কার করেন।
তবে চুড়ান্ত রিপোর্টে আলোকে তার বিরুদ্ধে চুড়ান্ত আদেশ কার্যকর করা হবে। চুড়ান্ত প্রতিবেদন দেয়া পর্যন্ত তিনি ওই বধি মোতাবেক জীবন ধারন ভাতা পাবেন।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …