ক্রাইমবার্তা রিপোট:নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নির্ধারিত বৈঠকে এই পাঁচ প্রস্তাব লিখিতভাবে তুলে দেওয়া হয়।
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পাঁচ দফা প্রস্তাব হচ্ছে-
১. সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন
২. এই কাঠামোতে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান
৩. নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয়
৪. বর্তমান সংসদেই এই আইন পাস করা
৫. প্রস্তাবে নির্বাচন কমিশনারদের যেসব যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে- নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত বিষয়ে জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয় নয়, অন্য অফিসে নিয়োগ বিধি-নিষেধ এবং চারিত্রিক স্বচ্ছতা।
এর আগে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল।
গত রোববার বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আবদুল হামিদের এই সংলাপ শুরু হয়। আগামীকাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা করার কথা রয়েছে।
প্রসঙ্গত আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।