মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আসলেই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারবেন কিনা এই নিয়ে একটি সংশয় থেকে গিয়েছিল।
আর সেই সংশয়ের নাম ইলেক্টোরাল কলেজের ভোট।তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আর কোনো বাধা থাকল না। সোমবার ইলেক্টোরাল কলেজের ৫৩৮ সদস্যদের মধ্যে প্রয়োজনীয় ২৭০ সংখ্যক ভোট পেয়েছেন তিনি। ফলে প্রেসিডেন্ট হতে পরবর্তী পদক্ষেপ নিতে আর কোনো বাধা থাকলো না। আগামী বছরের জানুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
–