সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুককে কারাগারে প্রেরণ

সাতক্ষীরা সংবাদদাতাঃ omarসাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি,শহর জামায়াতের সেক্রটারী ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতে হাজিরার মাধ্যমে তাকে সাতক্ষীরা কারাগাওে পাঠানো হয়। সোমবার সকাল ১১টার দিকে পুরাতন সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের দাবী তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ওমর ফারুক দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওমর ফারুকের পরিবারের দাবী তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরওয়ানা মামলা ছিলনা। যে সব মামলা ছিল তা উচ্চআদালত থেকে জামিনে ছিলেন তিনি। রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পরিবারটি জানায়।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।