৫০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত পাকিস্তানের

ক্রাইমবার্তা ডেস্করিপোট: পাকিস্তানে ৫০০০ রুপির নোট বাতিলের সিন্ধান্ত নিয়েছে দেশটির সিনেটসভা। ভারতের দেখানো পথে হেঁটেই পাঁচ হাজার রুপির নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।5000

গতকাল মঙ্গলবার দেশটির সিনেটে এই আইন পাশ হয়।

জানা যায়, ২০১৫ সালের করাপশন পারসেপশন ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় ১১৭ নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে এই ৫০০০ টাকার নোট বাতিলের সর্বপ্রথম প্রস্তাব এনেছিল বর্তামান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি। কিন্তু এর বিরোধীতা করে শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ। কিন্তু পাকিস্তান সংসদের উচ্চতর কক্ষে বিরোধীদের আসন সংখ্যা বেশি থাকায় সহজেই পাশ হয়ে যায় আইনটি।

 

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।