ক্রাইমবার্তা রিপোট:প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন মুক্ত করাসহ ৯ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রধান উপাদান। তাই নির্বাচন কমিশন এবং নির্ভেজাল নির্বাচন জাতির জন্য খুবই জরুরি।
দলের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এতথ্য দিয়েছেন তার দলীয় কার্যালয়ে। এর পাশাপাশি তিনি কমিশনে একজন নারী সদস্য রাখতে বলেছেন। রাষ্ট্রপতি যেন চিন্তা চেতনা, বিবেক-বিবেচনায় নিয়ে ব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক মানুষদের নিয়ে দেশের জনগণের আস্থাভাজন গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করেন, সেই প্রস্তাবও রেখেছে বঙ্গবীরের দল কৃষক শ্রমিক জনতা লীগ।
নির্বাচন কমিশন গঠন সম্পর্কে রাষ্ট্রপতিকে দলের প্রস্তাব দিয়ে সন্ধ্যা ৬টায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটি। এতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক. নাসিরিন সিদ্কিী, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।